আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাচারকারী চক্রের
পাচারকারী চক্রের

কেশবপুরে তক্কো পাচারকারী চক্রের ৩ সদস্য আটক ৩ টি তক্কোসাপ উদ্ধার

কেশবপুর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে ৩টি তক্কো সাপসহ ম্যাগনেট পাচারকারী চক্রের ৩ সদস্যকে  আটক করেছে পুলিশ।  রবিবার  বিকেলে উপজেলার ব্রাক্ষনডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করেছে  পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার এস.আই আজিজুর ও এস আই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাক্ষনডাঙ্গা গ্রামের মৃত আমীর আলী বিশ্বাসেরে ছেলে  খোরশেদ আলমের বাড়ীতে অভিযান চালিয়ে খোরশেদ আলমসহ তক্কোসাপ পাচারকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৩ টি তক্কোসাপ উদ্ধার করা হয়।  আটক অপর দুই সদস্যরা হলো-বাগডাঙ্গা গ্রামের বিকাশ নন্দের ছেলে বিশ্বজিৎ নন্দন ও মনিরামপুর উপজেলার রঘুরামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মটরসাইকেল চালক হায়দার আলী।  খোরশেদ আলী তার বাসায় লোক ডেকে এনে এই তক্কোসাপ বেচাকেনার  ব্যবসা করে থাকেন বলে পুলিশ জানায়।
কেশবপুর থানার অফিমার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন জানান, দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আটক ম্যাগনেট পাচারকারী চক্রের এই সদস্যরা তক্কোসাপের ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষন আইনে মামলার প্রস্তুতি চলছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap