আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে যত্ন প্রকল্পের আওতায় জেলায় সাড়ে ৭১ কোটি টাকা বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি :

সরকারের নিরাপত্তা বেষ্টনীর আওতায় শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধনে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের আওতায় অতিদরিদ্র মায়েদেরকে অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আয়োজনে রতিগ্রাম বিএল হাই স্কুল মাঠে এই ইউনিয়নের ৮৩৫জন উপকারভোগী মাকে ৬৫লক্ষ ২৮ হাজার ২শ’ টাকা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনীম, রংপুর বিভাগীয় পোস্ট মাস্টার প্রদীপ কুমার, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, আইএসপিপি-যত্ন প্রকল্পের সাপোর্ট প্রোগ্রাম অফিসার এমদাদুল হক প্রমুখ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলায় যত্ন প্রকল্পের আওতায় দুই কোয়ার্টার মিলে ৯ উপজেলার ৭৩টি ইউনিয়নে ৮৯ হাজার ৩৩০জন অতিদরিদ্র গর্ভবতী ও প্রসূতি মাকে ৭১কোটি, ৪০লক্ষ ৬০হাজার ৫৬০টাকা বিতরণ করা হচ্ছে।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap