আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে ফ্রান্সে বিশ্ব নবী সঃ এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সমাবশ ও বিক্ষোভ মিছিল

বরিশাল থেকে-

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রকাশ্যে রাসূল সা. এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় বরিশাল টাউন হলের সামনে বিকাল ৩ ঘটিকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম। তিনি বলেন ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবী করীম সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হানায় বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে এবং ফ্রান্স রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা ও ভৎর্সনা করতে হবে সেইসাথে জাতীয় সংসদ অধিবেশন আহবান করে সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে হবে।

অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টির লক্ষে ফরাসী পণ্য বর্জন করতে হবে। তিনি আরো বলেন, ২৭ অক্টোবর ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি থেকে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

দফাগুলোর মধ্যে রয়েছে-

১. বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা

২. ফ্রান্সের সাথে বাংলাদেশের সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

৩. ইসলাম ও রাসূল সা.কে অবমাননার জন্য ফ্যান্সের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা প্রার্থনা

৪. অবিলম্বে ওআইসিতে ফ্যান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন ও

৫. বাংলাদেশে ইসলাম ও মহানবী সা. বিরুদ্ধে কটুক্তি বন্ধে কঠোর শাস্তির আইন প্রণয়ন করতে হবে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের আবেগ অনুভুতির প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের মত বাংলাদেশ সরকারকেও ফ্রান্সের ইসলামবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অন্যথায় সরকার থেকে দেশবাসী মুখ ফিরিয়ে নিবে।

এছাড়াও সারাদেশের প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি একযোগে পালিত হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, মোমেনশাহী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম মহানগর, বি-বাড়ীয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা জেলা দক্ষিণ, উত্তর ও পশ্চিম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, ভোলা, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ মৌলভী, রাজশাহী, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, মেহেরপুর, পাবনা জেলায় পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বরিশাল জেলা ও নগরের বিভিন্ন শাখার নেতা কর্মীসহ ব্যাপক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। সমাবেশ শেষে মিছিল নিয়ে বরিশালের গুরুত্বপূর্ণ গলি প্রদক্ষিন করে টাউন হলে এসে শেষ হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap