আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলারোয়া কাকডাঙ্গা সীমান্ত হতে ০২ কেজি ১৪৩ গ্রাম স্বর্ণসহ আসামী আটক 

কেশবপুর যশোর থেকে-

গতকাল বিকালে কলারোযা থানার কাকডাংগা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নুর আলম এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি নামক স্থানে অভিযান পরিচালনা করে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১,২৮,৬০,১৪৩/- টাকা মূল্যের ০২ কেজি ১৪৩ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার, ১,০০,০০০/- টাকা মূল্যের ০১টি হিরো স্পেলেন্ডার মোটর সাইকেল এবং ১,৫০০/- টাকা মূল্যের ০১টি ব্যবহৃত মোবাইলসহ মোঃ হাসান আলী (৫০), পিতা- মৃত কফিল উদ্দিন বিশ্বাস, গ্রাম-চাদরা, পোষ্ট-ত্রিমোহনী, থানা-কেশবপুর, জেলা-যশোরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসা বাদকরে তাহার কাছ থেকে উক্ত মারামার আটক করে। এবং উক্ত ব্যাক্তির কাছে থাকা মালামালের মধ্যে ২ কেজি ১৪৩ গ্রাম স্বর্ণ ভারতে পাচার কালে বিজিবির টহল দলের কাছে আটক হযেছেন।উক্ত ব্যাক্তির আচার আচারন এবং চাল চলনের সন্দেহ হলে বিজিবি গতিরোধ করে তাহার কাছথেকে মালামাল আটককরতে পারে। আটককৃত মালামালের আনুমানিক সর্বমোট মূল্য ১,২৯,৬১,৬৪৩/- (এক কোটি উনত্রিশ লক্ষ একষট্টি হাজার ছয়শত তেতাল্লিশ) টাকা। আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap