কেশবপুর যশোর থেকে-
আজ( ২৬/১০/২৯ তারিখে ) সোমবার দুপুরে কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাতটি চোরাই মোটরভ্যানসহ পৌরসভার ভোগতি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে।
কেশবপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জসিম উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে থানার ইনসপেক্টর (তদন্ত) অহিদুজ্জামান ও এসআই ফজলে রাব্বিসহ একদল পুলিশ কেশবপুর শহরের হাসপাতাল সড়কের বীজ অফিস মোড়ের হাবিব গ্যারেজ থেকে সাতটি চোরাই মোটরভ্যানসহ গ্যারেজ মালিক হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। হাবিবুর ভোগতি গ্রামের ইউসুফ সরদারের ছেলে এবং ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ওই সময় পুলিশ চোরচক্রের সহযোগী হিসেবে উপজেলার ঝিকরা গ্রামের আমজেদের ছেলে শাহাজানকেও গ্রেফতার করে।
কেশবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিকচন্দ্র সাহা বলেন, ‘আটক হাবিব গত কমিটির ওয়ার্ড সভাপতি। আমরা দ্রুত নতুন কমিট গঠন করব।’
কেশবপুর থানার ওসি জানান, চোরাই মোটরভ্যান উদ্ধারের ঘটনায় থানার মামলা হয়েছে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।