আজ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেশবপুর পৌর যুবলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুর যশোর প্রতিনিধি:

কেশবপুর পৌর যুবলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহার সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহল আমিন।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন,পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,পৌর ১নং ওয়ার্ড যুবলীগ নেতা লিটন গাজী,পৌর ২নং ওয়ার্ড যুবলীগ নেতা জয় ভদ্র জয়গায়, পৌর ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মিঠু হোসেন, পৌর ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা জুলেয় হোসেন,সুমন সাহা, পৌর ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা আজিজুর রহমান,পৌর সাবেক ছাত্রলীগ নেতা আবু শাহিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান খান,পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মোড়ল,সাবেক সভাপতি মিজানুর রহমান, পৌর ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা আলমগীর হোসেন দফাদার,মোস্তাক মোল্লা,আসাদুল গাজীসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবলীগ ও পৌর মহিলা যুবলীগের নেতৃবৃন্দ। এর আগে পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দরা কর্মী সমাবেশ সফল করার লক্ষ্য মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অংশগ্রহন করে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap