আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ের বোদায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত।

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
 
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এমন স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়, র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারও একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী হাত ধোয়ার বিভিন্ন কলা কৌশল সম্পর্কে সকলকে অবগত করেন। এর পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদ আল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সহ অনেকে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap