আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চরফ্যাসনে উপবৃত্তির টাকা আত্নসাতের অভিযোগ

চরফ্যাসন (ভোলা) থেকে-

চরফ্যাসনে পূর্ব চর নুরুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীদের অভিভাবক সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসব অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপবৃত্তির তালিকাভুক্ত অভিভাবকদের মধ্যে হাসিনা, খতেজা, ময়ফুল, নুরজাহান ও ইয়াসনুরকে একাধিকবার সুবিধাভোগী দেখিয়ে তাদের সামনে নিজ পরিবারের সদস্যদের মোবাইল নম্বর বসিয়ে এসব টাকা হাতিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষক।

এছাড়া বিদ্যালয়ের উন্নয়নে স্লিপ, প্রাক-প্রাথমিকসহ নানা প্রকল্পের আওতায় বার্ষিক উন্নয়ন বরাদ্দের টাকা কোনো কাজ না করেই আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর।

অভিযুক্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্য উপজেলা মৎস্যসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা মৎস্যসম্পদ কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, অভিযোগটি তদন্তাধীন। শিগগিরই তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap