আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসুচি পালন

পঞ্চগড় থেকে-

নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শেরেবাংলা পার্ক চত্বরে জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার হীরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, সাধারন সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জাকিয়া খাতুন, জেলা মহিলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এ কে দিলখুশা প্রধান বিপ্লবী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সিলেট এমসি কলেজের গৃহবধু কে ধর্ষন ও নোয়াখালী বেগমগঞ্জে বিবস্ত্র অবস্থায় নারীকে ধর্ষণের সাথে জড়িতসহ দেশের বিভিন্ন জেলায় যে সকল ধর্ষনের ঘটনায় জড়িত সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ও ফাঁসির দাবী জানান ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap