আজ ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাপের কাঁমড়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু

ইবি প্রতিনিধি:

সাপের কাঁমড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী রাসেল হোসেনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট এন্ড স্ট্যাডিজ বিভাগের ১ম বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর বাড়ি ক্যাম্পাসের পাশেই শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে। তার পিতার নাম আমজাদ মোল্লা।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই রাতে খাওয়ার পর নিজ রুমেই ঘুমিয়ে ছিল ওই শিক্ষার্থী। মধ্যরাত্রের দিকে তাকে সাপে কাঁমড় দেয়। তখন তিনি যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে রুম থেকে বের করে। এরপর তাকে স্থানীয় এক ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যায়। কিন্তু আজ দুপুরে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

এছাড়া এ বিষয়টি শৈলকূপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap