কেশবপুর থেকে-
যশোরের কেশবপুর বালিয়াডাঙ্গায় স্বাগতম খেলাঘর আসরের পক্ষ থেকে সোমবার সকালে গাছের চারা বিতরণ করা হয়েছে।
স্বাগতম খেলাঘর আসরের সভাপতি মুস্তাফিজুর রহমান খান শাওনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হুরাইরা রাসেলের পরিচালনায় বালিয়াডাঙ্গা ব্রীজ সংলগ্ন চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে গাছের চারা বিতরণ করেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা খেলাঘর আসরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী ও পৌর কাউন্সিলর মনিরা খানম। এসময় এলাকাবাসির মাঝে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।