আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চরফ্যাসনে শিশুকন্যা ধর্ষণচেষ্টাঃ মামলা দায়ের

ভোলা থেকে-

চরফ্যাসনের দুলারহাটে তৃতীয় শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীকে  ধর্ষণচেষ্টার অভিযোগ ষাটোর্ধ বৃদ্ধ মোস্তফাকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে শিশুর মা বাদী হয়ে  দুলারহাট থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামে মাকসুদুর রহমান একাডেমি(কেজি স্কুল)’র নির্জন কক্ষে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তফা একই বাড়ির মৃতঃ সামসুল হকের ছেলে।

শিশুর মা এজাহারে দাবী করেন, অভিযুক্ত মোস্তফা এবং তারা একই বাড়িতে বসবাস করেন। সম্পর্কে মোস্তাফা শিশুর চাচা হন। ঘটনারদিন দুপুরে তার শিশুকন্যা বাড়ি সংলগ্ন  মাকসুদুর রহমান একাডেমি (কেজি স্কুল) সংলগ্ন ফারজি বাড়ির দড়জায় খেলছিলো।  এসময় মোস্তফা তার শিশুকন্যকে ফুসলিয়ে স্কুলের নির্জন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুর চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশী এক নারী ছুটে এলে মোস্তফা পালিয়ে যায়।

দুলারহাট থানার ওসি মো. মুরাদ হোসেন জানান,  আসামীকে গ্রেফাতারে চেষ্টা চলছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap