আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রাম সোনালী ব্যাংক লিমিটেডে এটিএম বুথের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

গ্রাহকদের সেবায় কুড়িগ্রাম সোনালী ব্যাংক চত্বরে এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম প্রেসক্লাব সংলগ্ন সোনালী ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান।
অনুষ্ঠানে কুড়িগ্রাম সোনালী ব্যাংক লিমিটেড অফিসের শাখা প্রধান এসিট্যান্ট জেনারেল ম্যানেজার মো: ওয়াহেদুননবী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর সোনালী ব্যাংক লি: এর জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) রশিদুল ইসলাম, রংপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী, কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান খন্দকার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের আহবায়ক হুমায়ুন কবির সূর্য প্রমুখ। এসময় এটিএম কার্ডধারী ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ব্যাংকের গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালী বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান বলেন, পর্যায়ক্রমে সোনালী ব্যাংক লিমিটেডের সকল শাখায় এটিএম বুথ স্থাপন করা হবে। আমরা ক্যাশলেস ব্যাংকিং চালুর উদ্যোগ নিয়েছি। গ্রাহকরা ২৪ ঘন্টায় এ সকল বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। পাশাপাশি যে কোন কেনাকাটায় পিওএস মেশিনে সোনালী ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করতে পারবেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap