নাটোর থেকে-
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধুর জ্যৈষ্ট কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালন ও দোয়া মাহফিল আলোচনা অনুষ্টিত হয়।বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির মোঃ আব্দুল কুদ্দুস প্রেস সভাপতিত্বে সাধারন সম্পাদক এডভোকেট মিজানুর রহমান এর সঞ্চালনায় সোমবার বিকেল ৪টায় বনপাড়া পৌর হল রুমে জন্মবার্ষিকী ও দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন,শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদক আব্দুর রাজ্জাক মোল্লা,বড়াইগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান ও বনপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা,জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য কামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু। এছাড়া উপস্হিত ছিলেন,মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক পৌরসভায় কাউন্সিলরবৃন্দ আওয়ামী লীগের নেতাকর্মীরা সুধী সমাজ সাংবাদিক বৃন্দ। প্রধান বক্তা ও পৌর মেয়র কে এম জাকির হোসেন বঙ্গবন্ধ ও প্রধানমন্ত্রী জীবনী নিয়ে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান সবার কাছে। আজ দুপুরে আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন এতিমখানা,মসজিদ, মাদ্রাসা খাদ্য বিতরণ করা হয়,বিকেলে দোয়া মাহফিল মোনাজাত ও আলোচনার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।