আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্দমাক্ত রাস্তার কারণে জিম্মি হয়ে আছে অনন্তপুর গ্রামের মানুষ

ফুলবাড়িয়া থেকে,

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন এর বেশকিছু রাস্তার অবস্থা খুব খারাপ। এসব খারাপ রাস্তার কারণে জনজীবন ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে পাহাড় অনন্তপুর গ্রামের মানুষের অবস্থা খুবই খারাপ।
এই গ্রামের সবগুলো রাস্তা ই কাঁচা এবং বর্ষার সময় প্রায় পাঁচ মাস রাস্তাগুলো কর্দমাক্ত থাকে। এই গ্রাম থেকে কোন দিকে বের হওয়ার কোন ভালো রাস্তা  না থাকার কারণে ব্যাপক হারে জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাহাড় অনন্তপুর থেকে বাবুগঞ্জ বাজার – পাহাড় অনন্তপুর থেকে সিদ্দিক আলী বাজার। পাহাড় অনন্তপুর থেকে বাবুলের বাজার সবগুলো রাস্তায় কর্দমাক্ত। দু পায়ে হেঁটে যাওয়ার রাস্তা টুকুও নেই কাদার কারণে যেখানে মানুষ হেঁটে যেতে পারবে।
প্রায় ত্রিশ হাজার মানুষের বসবাসরত  এই দুই গ্রামের মানুষের বের হওয়ার কোনো রাস্তা নেই। কোন মানুষ যদি এমার্জেন্সি অসুস্থ হয় তাহলে তাকে হাসপাতাল পর্যন্ত নেওয়া সম্ভব নয়। কারন একটি ভ্যান ও কারো বাড়িতে যাবে না। যাবে কিভাবে কাদার কারণে ভ্যান যাওয়ার অবস্থা’ টুকুও রাস্তার নেই। ব্যবসা-বাণিজ্য সবকিছুর উপর এ রাস্তার প্রভাব পড়ছে। এই গ্রামের মানুষ কৃষির কাজের উপর নির্ভরশীল এখানে কলা আনারস কচু লেবু এবং এবং পুকুরে অনেক মাছের চাষ হয় কিন্তু রাস্তার কারণে এসব ফসল বিক্রি করতে অনেক কষ্ট হয় এবং ব্যবসায়ীদের ব্যবসা কম হয় ঠিকমতো পরিবহন না করার ফলে অনেক ফসল নষ্ট হয়।
এই দুই গ্রামের মানুষ মানুষ অনেক দাবি করে ও রাস্তাটা পাকা করতে পারছে না। গ্রামের মানুষের সাথে কথা বলে জানা যায় তারা কম করে হলেও বাবুগঞ্জ হতে সিদ্দিক আলী বাজার অথবা বাবুলের বাজার হতে সিদ্দিক আলী বাজার অতি দ্রুত পাকা করন দেখতে চায়। কিন্তু কর্তৃপক্ষ কিছুতেই তাদের এই দাবী পূরণ করতে পারছে না তাদের এখন পাহাড় অনন্তপুর ও হাতিলেইট গ্রামের মানুষের একটাই স্বপ্ন।
সেই স্বপ্ন হচ্ছে তাদের রাস্তা পাকা করণ কবে  হবে। কবে তারা এই অভিশপ্ত কর্দমাক্ত রাস্তা হতে মুক্তি পাবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap