কেশবপুর থেকে
কেশবপুর-সাগরদাঁড়ী মধুসড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। রবিবার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ৪২ কোটি টাকা ব্যয়ে কেশবপুর-সাগরদাঁড়ী সড়কের উন্নয়নের কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।
মহাকবি মাইকেল মধুসূধন দত্তের জন্মস্হান দাঁড়িতে যাবার এই সড়কটি দীর্ঘকাল বেহাল অবস্থায় থাকায় যাতায়াতে মানুষের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছিল। নির্বাচনের আগে এলাকার জনসাধারণ সড়কটি সংস্কারের জন্য এমপি প্রার্থী শাহীন চাকলাদারের কাছে দাবি জানান। তিনি নির্বাচিত হয়ে প্রথমেই সাগরদাঁড়ি সড়কটি সংস্কারের ব্যবস্থা করেন। এলাকার লোকজন জানিয়েছেন এই রাস্তাটির জন্য বহুকাল অপেক্ষা করতে হযেছে আজ তারই ধারাবাহিকতায়কেশবপুরের মানুষ আনন্দি