আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আকাশী – ০১

 

– মুহাম্মদ শামসুল হক বাবু

আকাশী তুমি কি জানো?

সেজেগুজে হঠাৎ করে যখন বলে উঠলে
ওহে আমার বন্ধু নয়নাভিরাম প্রকৃতি
আকাশের মেঘগুলো দূরে দূরে থাক
তোমার কথা শুনে অন্ধকার দূর হয়ে যায়!

আকাশী তুমি কি জানো?

ঐ নীল গগনটি আজ বড়ই উৎফুল্ল
ফিরেছে প্রাণ নির্মল আকাশে বাতাসে
যখন তুমি সিঁড়ি বেয়ে ছাদে উঠেছিলে
তাই দেখে সুদূরের নীহারিকা জ্বলে উঠে!

আকাশী তুমি কি জানো?

যখন তোমার রঙিন শাড়ির আঁচল –
বহমান হাওয়ায় উড়ে সুগন্ধী ছড়ায়
ঠিক তখন আঁচলখানা বৃক্ষের গায়ে পড়ে
সেই উষ্ণ ছোঁয়ায় তরুলতায় ফুল ফুটে!

আকাশী তুমি কি জানো?

দেয়াল ঘেঁষে বিস্তীর্ণ প্রকৃতির সমাহার
চির সবুজ কচি কচি গুল্ম পাতায়
গোলাপি ফুলের পাপড়িগুলো আনন্দিত
হলুদ ফুলের গায়ে লেগেছে বসন্ত!

বিদ্রঃ “দুই যোগ আঠারো” অপ্রকাশিত কাব্যগ্রন্থের অংশ বিশেষ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap