আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের সাথে কেশবপুর পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থীর মতবিনিময় 

কেশবপুর যশোর
আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌরসভার ২ নং  ওয়ার্ডের (ভোগতি নরেন্দ্রপুর পশ্চিমাংশ ) কাউন্সিলর পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কোষাধ্যক্ষ সামছুর রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, সদস্য আব্দুল করিম,কামরুজ্জামান রাজু,অলিয়ার রহমান, স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
এ সময় কাউন্সিলর পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন,  ২০০৫ সাল থেকে একটানা ১৫ সাল পর্যন্ত  এই  ওয়ার্ড  যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।  রাজনিতিতে তার বলিষ্ট অবদানের কারনে বর্তমানে তিনি এই ওয়ার্ড আওয়ামী লীগের  নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি, ২নং ওয়ার্ড  পুলিশিং কমিটির সভাপতি, ভোগতী নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতিসহ বিভিন্ন উন্নয়নমূলক  সংগঠনের সাথে সংপৃক্ত রয়েছেন।
তিনি আরো বলেন, আগামী পৌরসভা নির্বাচনে  তিনি পৌরসভার ২ নং  ওয়ার্ডের (ভোগতি নরেন্দ্রপুর) থেকে কাউন্সিলর পদে  নির্বাচিত হলে ভোগতি গ্রামকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিনত করব।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap