আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জকিগঞ্জের ইউএনও নিরাপত্তার দাবী জানালেন

নিউজ ডেস্কঃ
সম্প্রতি ঘটে যাওয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও’র উপর সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন সিলেটের জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের সামনে বাসভবনসহ উপজেলা প্রশাসনের নিরাপত্তার জোরদারের দাবি জানান জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।
জকিগঞ্জে সদ্য যোগদানকারী এ কর্মকর্তা বলেন, জলমহাল ও হাটবাজার ইজারা, বালু ও পাথর কোয়ারী লিজ, সরকারী সম্পত্তি রক্ষা, উচ্ছেদ অভিযান, পাবলিক পরীক্ষা, নির্বাচনসহ বহু ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করতে হয় তাদের। বিধি মোতাবেক এসব কাজ করতে গেলে অনেকেই সংক্ষুব্ধ হয়। তিনি ইউএনওর জন্য একজন পৃথক গ্যানম্যান, সহকারি কমিশনার (ভূমি) সহ প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য অন্তত ১০জন ব্যাটেলিয়ন আনসার নিয়োগে দাবি জানান।
তিনি আরো বলেন, উপজেলা কমপ্লেক্সের জন্য ২জন নৈশ প্রহরী থাকলেও ইউএনওর বাসভবনের জন্য পৃথক কোন নিরাপত্তাকর্মী নেই।
তবে গত শুক্রবার রাত থেকে  উপজেলা কমপ্লেক্সে বারতি নিরাপত্তার জন্য ৪জন আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ করা হয়েছে বলে জানাযায়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap