-
- চট্টগ্রাম, সারাদেশ
- লামায় উপজেলা মৎস্য অফিসের উদ্দেগ্যে মাছের পোনা বিতরণ
- প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর, ৪, ২০২০, ৯:৫৬ অপরাহ্ণ
- 517 বার পড়া হয়েছে
লামা থেকে-
লামা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ৩৬টি জলাশয়ে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়।
শুক্রবার(০৪সেপ্টেম্বর)উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন,জনাব রেজা রশিদ উপজেলা নির্বাহী অফিসার লামা, জনাব জহিরুল ইসলাম মেয়র লামা পৌরসভা, জনাব জয় বনিক উপজেলা মৎস্য কর্মকর্তা,জনাব মিন্টু কুমার সেন চেয়ারম্যান সদর ইউপি,জনাব বাবুল আব্দুল গফুর মৎস্য অফিস,লামা উপজেলার উপকারভোগী মৎস চাষী,সাংবাদিক সহ প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ