আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁধের উচ্চতা বৃদ্ধি করতে সমীক্ষা চলছে, পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভোলা থেকেঃ

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বন্যা ও জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে ভোলাসহ উপকূলীয় এলাকা রক্ষার জন্য বাঁধের উচ্চতা বৃদ্ধি করতে সমীক্ষা চলছে। সমীক্ষার পরে বাঁধের উচ্চতা ১৮ ফুট করা হবে।

শুক্রবার (৪ সেপ্টম্বর) ভোলা সদরের ইলিশাসহ দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প পরিদর্শন ও নদী ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
তিনি বলেন, উপকূলের ওপর দিয়ে ফণি, আম্পানসহ বিভিন্ন ঝড় বয়ে যাওয়ার সময় বাঁধের উপর দিয়ে জলোচ্ছ্বাস হয়েছে। বন্যা ও জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে ভোলাসহ উপকূলীয় এলাকাকে রক্ষার জন্য বাঁধের উচ্চতা বৃদ্ধি করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা খুব শিগগিরই বাস্তবায়ন হবে।

জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিভিন্ন সময় দুর্যোগ বাড়ছে এবং এসব দুর্যোগ একেক সময় একেক ধরনের আকার ধারণ করে। ষাটের দশকে যেসব বাঁধ ছিল ১২ ফুট সেসব বাঁধ বর্তমানে সমীক্ষার শেষে ১৮ ফুট উঁচু করা হবে।
সারাদেশে পানিসম্পদ মন্ত্রণালয় হাজার হাজার কোটি টাকার কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন- ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap