-
- সারাদেশ
- ধামরাইয়ে ছুরিকাঘাতে বিজয় টেলিভিশনের সাংবাদিকে হত্যা, আটক ( ২)
- প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর, ৩, ২০২০, ৯:২৬ অপরাহ্ণ
- 164 বার পড়া হয়েছে

সাভার প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে উপজেলায় কর্মরত বেসরকারি টেলিভিশনের সাংবাদিক জুলহাস উদ্দিনকে (৩৫) পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তিনি বেসরকারি টেলিভিশন বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি। আটক ব্যক্তিদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে দুপুরের দিকে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এক ব্যক্তি জুলহাসের পেটে ছুরিকাঘাত করে। পরে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহ বলেন, এক সাংবাদিক মৃত্যুর খবর পেয়েছি। এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরও প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ