আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় এগ্রোফুড এন্ড কসমেটিকস প্রতিষ্ঠান সিলগালা ও ২ লক্ষ টাকা জরিমানা

কুষ্টিয়া থেকে-
কুষ্টিয়ায় এমএলএম জাতীয় একটি এগ্রোফুড এন্ড কসমেটিকস কোম্পানিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে সিলগালা করেছে ও ২ লক্ষ টাকা জরিমানা করেছে।
আজ বুধবার কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর এলাকার সাফিনা টাওয়ারের ৫ম ও ৬ষ্ট তলায় অবস্থিত এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রোফুড এন্ড কসমেটিকস এর বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপন, অসত্য বক্তব্য ও বিভিন্ন সভা-সেমিনার ইত্যাদির মাধ্যমে পণ্য ক্রয়ে ক্রেতা সাধারণকে আকৃষ্ট করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় ও ২ লক্ষ  টাকা অর্থদন্ডের শাস্তি প্রদান করা হয় ।
কুষ্টিয়া জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান এঁর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালীন কুষ্টিয়া জেলা পুলিশ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার  সহকারী পরিচালক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালকসহ আরও অনেকই উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap