আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর দুই বাক প্রতিবন্ধী ভাইয়ের পুকুর থেকে লাশ উদ্ধার

কুড়িগ্রাম থেকে-

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের নিধিরাম গ্রামে নিখেঁাজের একদিন পর দুই বাক প্রতিবন্ধী সহোদর মারুফ (১০) ও মামুন (৮) এর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল থেকে তাদেরকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার ভোর ৬টার সময় মুসল্লিরা নামাজ শেষে ঘরে ফিরতে গিয়ে বাড়ির পাশে পুকুরে লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়।


নিহতের মা আখি বেগম জানান, তার তিন বাক প্রতিবন্ধী সন্তানদের মধ্যে দুটি ছেলে এবং একটি মেয়ে। প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়ায় তাদের বাবা বেলাল হোসেন তিন বছর ধরে নিখোঁজ রয়েছে এবং পরিবারের সাথে কোন যোগযোগ রাখেনি। আখি বেগম দুই পূত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap