-
- আন্তর্জাতিক, সারাদেশ, সিলেট
- প্রণব মুখার্জির মৃত্যুতে মন্ত্রী ইমরান আহমদ এমপি’র শোক’
- প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর, ১, ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ণ
- 1114 বার পড়া হয়েছে
গোয়াইনঘাট থেকে-
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট ৪ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
তিনি তাঁর শোক বার্তায় বলেন, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের পরিক্ষিত বন্ধু ও সুহৃদ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা বাঙালি জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।”
মন্ত্রী ইমরান আহমদ এমপি প্রয়াত প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গতকাল ৩১ শে আগস্ট সোমবার ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, মৃত্যুকালে তার তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
এ বিভাগের আরো সংবাদ