-
- খুলনা
- কেশবপুরে ব্যাপ্টিষ্ট চার্চের চেয়ারম্যানের খাদ্যসামগ্রী বিতরণ
- প্রকাশের সময়ঃ আগস্ট, ৩১, ২০২০, ৫:২৩ অপরাহ্ণ
- 369 বার পড়া হয়েছে
কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাস।এদিন মোট ২৫ দুস্থ পরিবারের মাঝে
দশ কেজি চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে, বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, , সমাজকর্মী মনিরুজ্জামান প্রমূখ।কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চের চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাস বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আজ ২৫ জনকে সহায়তা প্রদান করা হলো। আগামীতেও এই মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। কেশবপুর মানুষের পাশে সবসময় বিপদের সময মানবিক সহায়তা প্রদান করে চরেছেন । এবং ভবিষ্যতে ও সহায়তা প্রদান অব্যহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ