আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে নাগেশ্বরীতে পুলিশি হয়রানী বিরুদ্ধে কৃষক পরিবারের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম থেকে-

কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ওসি, ১ এসআই সহ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন এক কৃষক পরিবার।

(৩০.০৮.২০২০) রবিবার দুপুরে কুড়িগ্রামে প্রেস ক্লাবে সংবাদসম্মেলন করে এই অভিযোগ করেন কৃষক আব্দুর রহমান ও তার পরিবার।

কৃষক আব্দুর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর, এসআই
তাজেদুর রহমান ফারুকী ও তদন্ত কর্মকর্তা মাহমুদ হাসান
কর্তৃক কৃষক আব্দুর রহমান ও তার পরিবারের উপর
পুলিশি নির্যাতনের অভিযোগ করে নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবীতে কুড়িগ্রামে প্রেস ক্লাবে সংবাদ
সম্মেলন করেন ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক আব্দুর
রহমান। এসময় তার দুই ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যরা
উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কৃষক আব্দুর রহমান অভিযোগ করেন,
জমিজমা সংক্রান্ত মামলায় তদন্তের নামে বিবাদী পক্ষের সাথে
হাত মিলিয়ে নাগেশ্বরী থানার ওসি রওশন কবিরসহ অন্যান্য
কর্মকর্তারা তাকে ও তার পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি
প্রদর্শন করে আসছে।

শুধু তাই নয় মিথ্যে মামলায়
ফাঁসানোর জন্য তার নিকট জোড় করে মুচলেখা নেয়ার
অভিযোগও করেন তিনি।

এ অবস্থায় পরিবারের নিরাপত্তাসহ
উক্ত মামলার পূন দতন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবী করেন কৃষক
আব্দুর রহমান।

অভিযোগের সত্যতা জানতে এস আই তাজেদুর রহমান কে ফোন  করলে  জানান,  নাগেরশ্বরী
থানার ওসি স্যার এর নির্দেশে নির্মানাধীন ঘর তোলার সরঞ্জামাদি অপসারন
করে থানায় নিয়ে আসি।

কিন্তু পরে বাদী অন্যকারো প্ররোচনায়
নাগেশ্বরী থানার সার্কেল এসপি মাহমুদ হাসান,অফিসার
ইনচার্জ রওশন কবির ও আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন যা
সর্ম্পুন  ভিত্তিহীন,বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। এই ব্যাপারে
আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো, আসল
অপরাধীকে আইনের আওতায় আনব খুব দ্রুত।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap