নিউজ ডেস্ক:
ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌটাইল এলাকার বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ সহ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে একটি সংগঠন।
রবিবার (৯ আগস্ট) রুমা আক্তারের আয়োজনে এবং হোমিওপ্যাথিক ডায়নামিক কনসেপশন এর সার্বিক সহায়তায় দিনব্যাপী চৌটাইল এলাকার প্রায় তিনশতাধিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিরূপ আবহাওয়া ও বৈরি পরিবেশের ভিতরে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুহাম্মদ সামছুল হক (বাবু)।
তিনি বলেন, বন্যায় পানি বাহিত রোগ থেকে বাঁচতে ও সাপের কামড় থেকে বাঁচতে সরকারি দিক নির্দেশনা মোতাবেক চলতে হবে পাশাপাশি খাবার পানি বিশুদ্ধ করণ টেবলেট দিয়ে বা পানি ফুটিয়ে পান করতে হবে কারণ পানির অপর নাম জীবন আবার এই পানির অপর নাম মরন।
এছাড়াও বিষাক্ত সাপ ও পোকামাকড় থেকে বাঁচতে দিনের বেলায় ও রাতে সচেতন থাকতে হবে, প্রয়োজনে ঘরে সতর্কতা সরূপ কার্বলিক এসিড রাখা যেতে পারে। যদি কোনও প্রকার দূর্ঘটনা ঘটে তাহলে দ্রুত নিকটস্থ চিকিৎসা কেন্দ্র থেকে সুচিকিৎসা নিতে হবে।
ঘরে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা উপকরণ যথা – ফাস্ট এইড বা খাবার সেলাইন, ব্যথা নাশক টেবলেট রাখা ও খাওয়া যেতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
বিশেষ করে ভয় পেলে চলবে না- আমাদের সবাইকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বুকে সাহস রাখতে হবে।
অত্র এলাকার বহু লোক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ ডাক্তার ও মসজিদ ও মন্দির কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। চৌটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যুধিষ্ঠি বিশ্বাস উপস্থিত ছিলেন