আজ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের সভাপতি সহ ছয়জনের বিরুদ্ধে মামলা, এক ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অপু দত্তকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোজ্জামেল হোসেন।

গ্রেফতার অপু দত্ত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার বড়চর গ্রামের অমল দত্তের ছেলে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই কমলা কান্ত দাশের নেতৃত্বে একদল পুলিশ বড়চর এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁদাবাজি মামলার আসামি হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অপু দত্তকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ শায়েস্তাগঞ্জ এগ্রো ফার্মের মালিক সৌরভ পাল চৌধুরীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে তার ওপর হামলা করেন প্রসেনজিৎ দেব, অপু দও ও ফরিদসহ একদল যুবক। এতে সৌরভ পাল চৌধুরী গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এর পরের দিন সৌরভের পালের বড় ভাই সৌমেন পাল চৌধুরী বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেব, সাবেক ছাত্রলীগ নেতা অপু দত্ত, ফরিদ মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap