আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দীঘিনালায় সেনা অভিযানে ইউপিডিএফ(মূল) এর এক অস্ত্রধারী সদস্য আটক

মোঃ আরিফুল ইসলাম-খাগড়াছড়ি :

দীঘিনালা জোন এর বাবুছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইউপিডিএফ(মূল) এর অস্ত্রধারী সদস্যকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী।

 

বুধবার (২০-১০-২০২১) ইং সকাল ১১টায় দীঘিনালা বাবুছড়া নতুন বাজার এলাকায়  চাঁদাবাজির তথ্য পেয়ে, উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনা করে দীঘিনালা জোন এর বাবুছড়া এলাকায় সেনাবাহিনী।

 

এ সময় অভিযানে ইউপিডিএফ(মূল) এর সদস্য অস্ত্রধারী স্বর্ণ লংকার চাকমা (রনি, ৪১) কে সেনাবাহিনী আটক করে । তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭.৬৫ মি.মি.১ টি চায়না পিস্তল,১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি,৩ টি মোবাইল ফোন,নগদ ৩৮৫২০ টাকা এবং চাঁদা সংগ্রহের রশিদ।

খাগড়াছড়ি সেনাবাহিনীর দীঘিনালার জন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আটককৃত একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং এলাকায় চাঁদাবাজ হিসেবে পরিচিত। অবৈধ চাঁদার জন্য সে এলাকায় দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে হয়রানি এবং নির্যাতন করে আসছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়, এই অভিযানে এলাকার সাধারণ মানুষের মনের স্বস্তির চিহ্ন দেখা গিয়েছে। এলাকার সাধারণ মানুষ দাবি করেছে এ ধরনের অভিযান যেন অব্যাহত থাকে। তাহলে পাহাড় অঞ্চলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap