আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের খাটিয়ামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩ এর কাছে এ গুলির ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায় ঐ সীমান্ত দিয়ে রাতে ১০/১২ জনের একটি দল সীমান্তে মাদক পাচারের উদ্দ্যেশ্যে জড়ো হয়। এসময় তারা কাটাতার এর কাছে চলে গেলে ভারতের কুছনী মারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে।

এতে শাহীনুর রহমান ফকির চঁাদ (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে আহত ফকির চঁাদকে তাদের সঙ্গীয় লোকজন রৌমারী হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পরে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। নিহত ফকির চঁাদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেম এর পুত্র।

এ ঘটনায় ৩৫ বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আউয়াল জানান, সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে প্রতিবাদ চিঠি দেয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap