নাটোর প্রতিনিধি:
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল হক মন্টু বলেছেন, শ্রমিকদের শ্রম ছাড়া জাতীয় অর্থনীতি অচল। তিনি করোনাকালীন সময়ে শ্রমিকদের স্বাস্থ্য বিধি যথাযথভাবে মানার পরামর্শ দেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মী-সদস্যদের দেশের সার্বিক উন্নয়নে নিঃশর্তভাবে অংশ নিতে আহ্বান জানান। শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল হক মন্টু শুক্রবার সকাল ১১ টায় নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরে এক পথসভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ঈশ্বরদী যাওয়ার পথে বড়াইগ্রাম উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বনপাড়া বাইপাস চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কে এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ কাজী, জাতীয় শ্রমিক লীগের নাটোর জেলার সভাপতি মইনুল হক, সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ, বড়াইগ্রাম উপজেলা সভাপতি মোস্তফা বেপারী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধানিয়া, গুরুদাসপুর উপজেলা সভাপতি নজরুল ইসলাম, লালপুর উপজেলা সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক সুধাংশ কুমার রায় ও অন্যান্য নেতৃবৃন্দ।