আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা আজ

নিউজডেস্কঃ
সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ সংসদীয় আসনে উপনির্বাচনে জনপ্রিয় ও উইনেবল প্রার্থী ঠিক করতে একাধিক জরিপ রিপোর্ট খতিয়ে দেখছেন। বিভিন্ন সংস্থা, সাংগঠনিক পক্রিয়া ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে জরিপ করে প্রতিবেদন নেয়া হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় দল মনোনীত প্রার্থী চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের একজন সদস্য ইত্তেফাককে বলেন, জনপ্রিয় প্রার্থী মনোনয়ন দিতে গত দুই সপ্তাহ ধরে তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মতামত ও একাধিক জরিপ প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন দলের হাইকমান্ড। প্রার্থী মনোনয়নে ঢাকার দুই আসনে চমক থাকবে। বাকি তিন আসনে প্রয়াত সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা মনোনয়ন পেতে পারেন।
পাচঁ সংসদ সদস্যের মৃত্যুতে সেই পাচঁ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যের মৃত্যুতে সেই আসন যথাক্রমে, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন, সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন, শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন ও হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি চার আসনের মধ্যে দুটি আসন ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনে ১৭ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি। এই পাঁচটি শূন্য আসনে মোট ১৪১ জন নৌকা প্রতীকে মনোনয়ন ফরম জমা দিছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ জনের মনোনয়ন ফরম জমা পরেছে ঢাকা-১৮ আসনে, নওগাঁ-৬ আসনে ৩৪ জন, পাবনা-৪ আসনে ২৮ জন ও ঢাকা-৫ আসনে ২০ জন ও সিরাজগঞ্জ-১ আসনে তিন জন রয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে গত ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap