আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ সাইফুল ইসলাম,ধামরাই (ঢাকা) থেকে:-

ঢাকার ধামরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ভাবনহাটী এলাকাবাসীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত।

শুক্রবার ( ২২ ডিসেম্বর ) ভাবনহাটী মধ্যপাড়া মাঠ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ এর উদ্বোধন করেন মো: ছায়েদ আলী মোল্লা। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় মো: নুরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার মো: আবুল বাশারের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আ’লীগের সভাপতি, ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নিতাই বাবু সহ এলাকার সকল স্তরের মানুষ।

ইঞ্জিনিয়ার মো: আবুল বাশার বলেন, বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়ে বলেন নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
এর পর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap