আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে শ্রমিকদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি সাভার (ঢাকা)ঃ
সাভারে স্বল্প বৃষ্টিতে জলাবদ্ধতার  সৃষ্টি থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেনীর শ্রমিকরা।
এসময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শনিবার (০৭ অক্টোবর )দুপুরে আশুলিয়ার- বাইপাইল মহাসড়কে জলাবদ্ধতায় সৃষ্ট পানিতে নেমে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠন।
এ সকল শ্রমিক সংগঠনের নেতারা বলেন, সড়কের জলাবদ্ধতার প্রধান কারণ খাল বন্ধ, অবৈধ দখল ও নির্মাণ, এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা। এ সমস্যা সমাধানে সরকারকে খাল খনন, অবৈধ দখল ও নির্মাণ উচ্ছেদ, এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণ করেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কার্সের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমন শিকদার, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ ইসমাইল হোসেন ঠান্ডু, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দু ও গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ মাহবুব আলম বাচ্চু সহ আরো অনেকে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap