আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চাশ কেজি নিষিদ্ধ পিরানহা মাছসহ আটক ০২

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারে অভিযান চালিয়ে ৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ সহ দুই মাছ ব্যবসায়ীকে আটক করে মোবাইল কোর্ট । এ সময় তাদেরকে জরিমানা করা হয়।
রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সাভার আনামিয়া বাজার জামগড়া এলাকায়, সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া রাজস্ব সার্কেল, মোঃ আশরাফুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
এসময় আটক ০২ মাছ বিক্রেতার প্রত্যেককে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ এর ৫(ক) ধারা অনুসারে ৫০০০/- করে মোট ১০,০০০/- জরিমানা করা হয়।
এবং জব্দকৃত ৫০ কেজি মাছ, স্থানীয় এরশাদুল উম্মাহ আবাসিক মাদরাসায় বিতরণ করা হয়।

অভিযানের বিষয়ে সবার মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকার বলেন, খবর পেয়ে আমরা আশুলিয়া রাজস্ব সার্কেল, মোঃ আশরাফুর রহমানের নেতৃত্বে, ৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করতে সক্ষম হয়েছি এবং দুই ব্যবসায়ীকে হাতেনাতে প্রমাণ সহ আটক করে জরিমানার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরণের নিষিদ্ধঘোষিত মাছ বিক্রয় না করা হয় তার জন্য মাছবাজারের সবাইকে সতর্ক করা হয়েছে।
এই মৎস্য কর্মকর্তা আরো বলেন, আমরা পক্ষ থেকে সময়োচিত নির্দেশনাসহ এই ‘মোবাইল কোর্ট’ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদের সাথে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap