আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে কৃষকের ধান কাটলেন ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর

সাভার    প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের প্রভাবে চলতি মৌসুমে সময়মত ফসল ঘরে তুলতে বিপাকে পড়েছেন সাভার উপজেলার তেঁতুল ঝোঁড়া ইউনিয়নের কৃষকেরা। ধান কাটার জন্য দিনমজুর না পাওয়ায় বেশ বিপাকে পড়েছেন তারা। এমন সংকটময় পরিস্থিতিতে কৃষকদের পাশে এসে দাড়ালেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
শুক্রবার সকাল ১০টার দিকে নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কেটে দেন তেঁতুল ঝোঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
এ ব্যাপারে ফখরুল আলম সমর বলেন, বর্তমানে আমাদের সাভার উপজেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। কারন সারা দেশে গাড়ি চলাচল না থাকায় ধান কাটার জন্য মুজুরেরাও আসতে পারছেনা।  এ দিকটা বিবেচনা করে আমি আমার কর্মীদের নিয়ে ধান কাটতে এসেছি, কারণ সময়মত কৃষকেরা ধান কাটতে না পারলে কিছু দিনের মধ্যেই ফসল বৃষ্টির পানিতে তলিয়ে যাবে।
এ সময় তিনি আরও বলেন, এই মৌসুমে কৃষকরা যদি সময়মত ধান কেটে ঘরে তুলতে না পারে তাহলে দেশে খাদ্য সংকট দেখা দিবে। তাই দেশে খাদ্য সংকটের কথা মাথায় রেখে ও বিপাকে পড়া কৃষকদের পাশে দাড়াতেই এমন উদ্যোগ নিয়েছি ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap