বিশেষ প্রতিবেদক শামসুল হক বাবু।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে অনুষ্ঠানটি ২৫শে মে ২০২৩ ইং বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাশিয়া থেকে আসবেন বিশিষ্ট চিত্রকর সোফিয়া ইয়েচিনা।
লেখক ইয়েচিনা মেরিনা ইউক্রেন থেকে আসবেন। লেখক কুমার রাজ সুবেদী অস্ট্রেলিয়া থেকে আসবেন। লেখক ভোজ কুমার ধামালা নেপাল থেকে আসবেন। ভারত থেকে আসবেন আবৃত্তিকার ও কবি চৈতালী দাস মজুমদার এবং আবৃত্তিকার সুমন মুখোপাধ্যায়। সব মিলিয়ে ৫ শতাধিক কবি সাহিত্যিকগণ উপস্থিত থাকবে।
প্রখ্যাত লেখক ও এভারেস্ট বিজয়ী এম মিরাজ হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং ওইদিন তাঁর একটি ইংরেজি অনুবাদ বই Mystical প্রকাশিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক ও অত্র সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান নিজামী এবং তিনি অনুষ্ঠানটি পরিচালনা করবেন। এছাড়াও আয়োজক কমিটির প্রধান আহবায়ক হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু।