আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেরানীগঞ্জে মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

শামসুল হক বাবু

কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নে আজ মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন পরিষদে সিটিসি মিটিং এর আয়োজন করা হয়। মিটিং এর সভাপতিত্ব করেন জনাব মোঃ আমির হোসেন প্যানেল চেয়ারম্যান রোহিতপুর ইউনিয়ন পরিষদ।

সিটিসি কমিটির সদস্য ইমাম ও খতিব মাওলানা কারী জনাব মনিরুল ইসলাম এর কোরআন তেলোয়াতের মাধ্যমে সিটিসি মিটিং শুরু হয়। ব্র্যাকের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোঃ আনোয়ার হোসেন উপস্থিত সদস্যদের সাথে মানব পাচার কি, মানব পাচারের কুফল, মানব পাচারের কারণ, অনিরাপদ অভিবাসন এবং নিরাপদ অভিবাসনের যে সকল ডকুমেন্ট লাগে যেমন রেজিস্ট্রেশন, পাসপোর্ট, মেডিকেল চেকআপ সার্টিফিকেট, ভিসা ও ওয়ার্ক পারমিট, নিয়োগপত্র ও চুক্তিপত্র, স্মার্ট কার্ড এবং প্লেনের টিকেট ইত্যাদি বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন।

সাইকোসোশ্যল কাউন্সিলর মাশকুরা বিনতে মোরশেদ তিনি মানসিক স্বাস্থ্যর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ফেরত অভিবাসী ও মানব পাচারের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্র্যাক থেকে বিনামূল্যে কাউন্সিলিং সেবা প্রদান করা হয়। এছাড়াও যদি কোন সেবা গ্রহীতার ট্রমা কাউন্সিলিং এবং মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হলে সেইসব সেবা প্রদান করা হয় বলে জানান। সেক্টর স্পেশালিস্ট ও ইকোনমিক রিন্টিগ্রেশন, নুর ই-সাফা আঁখি তিনি বলেন বিদেশ ফেরত অভিবাসী ও ক্ষতিগ্রস্ত প্রতারিত এবং মানব পাচার এর শিকার ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তাদেরকে ক্যারিয়ার কাউন্সিলিং, ব্যবসায়িক পরিকল্পনা, ইনকাইন্ড সাপোর্ট প্রদান ও রেফারেল সহযোগিতার মাধ্যমে পুনরায় যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে সহযোগিতা প্রদান করা হয় বলে তিনি জানান। এছাড়া ইউপি মহিলা সদস্য শামীমা বেগম বলেন মানব পাচার প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই।

সচেতনতার জন্য গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক আয়োজন এর মাধ্যমে তিনি বিভিন্নভাবে মানুষকে সচেতন করেন। ইমাম ও খতিব ক্বারী মাওলানা মনিরুল ইসলাম বলেন মানুষ লোভের বশবর্তী হয়ে প্রতারণার শিকার হয়। আমরা ধর্মীয় বিভিন্ন আলোচনায় মানুষকে সচেতন করার জন্য নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক জনাব মিয়া আব্দুল হান্নান তিনি বলেন আমরা বিভিন্ন মিটিংয়ে মানব পাচার প্রতিরোধে মানুষকে সচেতন করে থাকি এবং পত্রিকায় নিরাপদ অভিবাসন ও মানব মানব পাচার প্রতিরোধ বিষয়ে প্রতিনিয়তই লেখালেখি করে মানুষকে সচেতন করে যাচ্ছি। ইউনিয়ন পরিষদের সচিব জনাব মীর আব্দুল বারিক তিনি বলেন ডিজিটাল মিডিয়ার মাধ্যমেও মানুষকে সচেতন করা যায় যেমন আজকের এই সিটিসি মিটিং এর বিষয়টি ফেসবুক মেসেঞ্জারে পোস্ট করার জন্য ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা কে দায়িত্ব দেয়া হয়।স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক জনাব সোহানুর রহমান সোহেল তিনি বলেন আজকে আমরা ইউনিয়ন পরিষদে যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম।

এই বিষয়গুলো নিয়ে আমাদের এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তাহলে মানুষ আরো বেশি জানতে পারবে।সিটিসি মিটিং এর সভাপতি ও প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমির হোসেন তিনি বলেন যারা প্রতারিত হচ্ছে তাদেরকে সহযোগিতা যেমন করা প্রয়োজন যারা প্রতারণার কাজে জড়িত তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে, প্রতারণা ও মানব পাচার এমনিতেই কমে যাবে।

তিনি উপস্থিত সকলকে যার যার অবস্থান থেকে এই বিষয়ে কাজ করার জন্য আহ্বান জানান। সি টি সি কমিটির সকলেই মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধিতে তাগিদ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap