আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গামেন্টসকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারে দিনে দুপুরে প্রকাশ্যে এক গার্মেন্টস কর্মী নারীকে কুপিয়ে হত্যা করার ঘটনার প্রধান আসামি ও হত্যাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। হত্যাকারী ওই গার্মেন্টস কর্মীর সাবেক স্বামী ছিলেন বলে জানায় র‍্যাব।

শনিবার ( ২২ এপ্রিল) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য নিশ্চিত করে র‍্যাব-৪ সিপিসি-২, কোম্পানী অধিনায়ক , লেঃ কমান্ডার, রাকিব মাহমুদ খান।
এর আগে ১৯ এপ্রিল সকাল সাতটার দিকে গার্মেন্টস কর্মী কুইন আক্তারকে কর্মস্থলে যাওয়ার পথে, আশুলিয়া থানার জামগড়া এলাকায়, বাবুল হোসেন মন্ডল (৩৫) পেছন থেকে চাকু দিয়ে বুকে ও পেটে কুপিয়ে পালিয়ে যায়। এঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যু হলে তার পিতা হত্যাকারী মোঃ বাবুল হোসেন এর নামে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার সূত্রধরে র‍্যাব-৪ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর-১, কোটবাড়ী এলাকায় ২১ এপ্রিল রাত ১১টার দিকে অভিযান পরিচালনা করে হত্যার প্রধান আসামি নওগাঁ জেলার মোঃ বাবুল হোসেন মন্ডল (৩৫), কে গ্রেফতার করে।
র‍্যাব-৪ সিপিসি-২, কোম্পানী অধিনায়ক , লেঃ কমান্ডার, রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুইন আক্তার’কে হত্যার কথা স্বীকার করেছে। এবং জানা যায়, বাবুল হোসেন এর সাথে ২০০৮ সালে মৃত কুইন আক্তার (৩০) এর বিবাহ হয় এবং তাদের ১০ বছরের একটি ছেলেও রয়েছে। তারা স্বামী স্ত্রী উভয়ই আশুলিয়া একই গামেন্টস চাকুরী করতেন। তাদের মাঝে দাম্পত্য কলহের কারণে মোঃ বাবুল হোসেন দ্বিতীয় বিয়ে করে। বিষয়টি জানতে পেরে ভিকটিম কুইন আক্তার তার স্বামী বাবুল হোসেনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু বাবুল হোসেন তার সাথে যোগাযোগ রাখতে চাইলে সে সাড়া না দেওয়ায়, আসামী কুইন আক্তারের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়। এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামী কুইন আক্তারকে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।
র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap