আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই বাসের রেষারেষিতে বাইক চালক নিহত, বাসে আগুন

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)
সাভারে দুই বাসের চাপায় একজন মোটরসাইকেল চালক নিহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুই বাসে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় বিক্ষিপ্ত জনতা। এ সময় বাসের এক ড্রাইভারকে আটক করে থানা পুলিশের সপর্দ করে সাধারণ জনতা।
রোববার (২ এপ্রিল) সকাল ০৮ টার দিকে সাভারের জিরাবো এলাকার বেঙ্গল প্লাস্টিক গার্মেন্টস এর সামনে বাইপাইল থেকে আবদুল্লাহপুর গামী আলী নূর পরিবহনের দুটি গাড়ি রেষারেষি করে ( ঢাকা মেট্রো- ব ১৩-১১৭৩ ঢাকা মেট্রো- ব ১৫-৭৭৬৫) বাইপাইল গামী মোটরসাইকেল আরোহী মেহেদী হাসানকে (২৫) চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। এ ঘটনায় স্থানীয় জনতা ও পথচারীরা বিক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এসময় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হাইওয়ে পুলিশ গাড়িটি সরিয়ে ফেললে সকাল ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহত মেহেদী ডেমরা থানার টুলটুলিয়া এলাকার মোঃমাজেদ বাহারুলের ছেলে। তার দুর্ঘটনা কবলিত মোটরবাইকটির রেজিস্ট্রেশন নং (ঢাকা মেট্রো- হ ৪৭-৫২৬৫)।
আটককৃত গাড়ির ড্রাইভার মোঃ আল আমিন (২০) এর পিতা মোঃ আলী হোসেন, পাড়াইল গ্রামের, , ময়মনসিংহ জেলার কতোয়ালি থানার বাসিন্দা। তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ এর কাছে হস্তান্তর করে জনতা।
প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন বলেন,
দুই বাস রেষারেষি করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিল। পথে বাস দুটির মাঝে চাপাপড়ে মোটরসাইকেল আরোহীর মেহেদী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাস দুটির আগুন নেভানো হয়। তবে বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর আমরা পাইনি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেকার দিয়ে সড়ক থেকে বাস দুটিকে সরিয়ে নেওয়া হয়েছে।এতে বাইপাইল- আব্দুল্লাপুর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ঘটনা স্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap