আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক শামস এর মুক্তির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটকের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক শামসের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৩ টার দিকে জাহাঙ্গীরনগরের মুল ফটকের সামনে, ঢাকা-আরিচা সড়ক অবরোধ করে রাখে প্রায় শতাধিক শিক্ষার্থী।

এসময় প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ঢাকাগামী লেন থেকে সরিয়ে আরিচাগামী লেনে নিয়ে আসলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরবর্তীতে আবারও সেই লেন বন্ধ করে দেয়। এতে বর্তমানে আরিচাগামী ও ঢাকাগামী দুই লেনে যানচলাচল বন্ধ রয়েছে।

এরআগে জাহাঙ্গীরনগরের মোরাদ চত্তর থেকে মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা। পরে তারা সড়কে এসে বসে পড়ে। এসময় বিক্ষোভ আন্দোলনে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচি থেকে তারা জানায় ডিজিটাল নিরাপত্তা আইন তথা কালো আইন বাতিল করে প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামসকে মুক্ত করার পাশাপাশি, তার বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নিতে হবে। তা নাহলে আন্দোলন আরো কঠর থেকে কঠোরতর আন্দোলনে রূপ নিবে।

আন্দোলন কর্মসূচি স্থলে পোশাক পরিহিত ৫০০ পুলিশ, র‌্যাব সদস্যসহ সিভিল পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও রয়েছেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap