আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেরানীগঞ্জ থেকে সাভারে মাদক বিক্রি করতে এসে মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি, সাভার ( ঢাকা)

কেরানীগঞ্জ থেকে সাভারে মাদক বিক্রি করতে এসে পুলিশের অভিযানে আটক হয়েছে এক মাদক ব্যবসায়ী। এসময় তার কাছথেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে মাদক ব্যবসায়ী ইকবাল শিকদারকে (৩৭)আটক ও মাদক উদ্ধারের  বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাত পৌণে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে,এসআই মোঃ আনোয়ার হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি আভিযানিক দল সাভারের রাজফুলবাড়ীয়া শ্যামলী পাম্পের সামনে থেকে, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে তাকে আটক করা হয়।

আটককৃত ইকবাল শিকদার (৩৭) বরিশাল জেলার উজিরপুর থানার সাতলা শিকদারবাড়ী এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। বর্তমানে সে কেরানীগঞ্জের ঘাটেরচর স্কুল গলি এলাকায় ভাড়া বাসায় থাকে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন,গতকাল রাতে সাভার থানাধীন এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সাভারের রাজফুলবাড়ীয়া শ্যামলী পাম্পের সামনে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইকবাল শিকদার (৩৭) কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap