আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ বছর পর আটক হলেন ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)

আশুলিয়ায় এপিবিএন পুলিশের অভিযানে ১২ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার । পলাতক আসামি ডাকাতি মামলার আদালত কর্তৃ তিন বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দলের কাছে গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে রাফি (৪০)কে হস্তান্তর করে আশুলিয়া থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে, ডাকাতির  আসামি রফিকুল ইসলাম ওরফে রাফি (৪০) কে আটক করে  আশুলিয়ায় থানা হস্তান্তর করেছে এপিবিএন।

গ্রেপ্তার রফিকুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর থানার রানা কোরিয়া গ্রামের  মতিয়ার মিয়া ছেলে।

এপিবিএন সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে জানা গেছে, পলাতক রাফি পরিচয় গোপন করে দীর্ঘ দিন ধরে আশুলিয়ার বাইপাইলে বাসের টিকিট কাউন্টারে কাজ করে আসছিলেন।

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের রিয়ার সদর আশুলিয়ার (এপিবিএন) উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল জানান, ২০১১ সালের কুষ্টিয়া মডেল থানার জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি রাফি। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। পরে আশুলিয়ার এপিবিএন পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন খাঁন বলেন, ২০১১ সালে ডাকাতি মামলার ঘটনায় আদালত রাফি বিরুদ্ধে তিন  বছরের সাজা দেন। ডাকাতির ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap