বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে দুই দর্শনার্থীর মাথার উপরে গাছ পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে। এ সময় দুজনকে গণসাস্থ্য কেন্দ্র হাসপাতলে নেয়া হলে, একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে পাঠানো হয়।
৪ অক্টোবর মঙ্গলবার বিকেল ০৫ টায় স্মৃতিসৌধের ভিতরে সিগনেচার পয়েন্টের পাশে থাকা বড় গাছ উপড়ে পরে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা মধ্যবয়সের একজন পুরুষ ও অন্যজন নারী, প্রাথমিকভাবে ওই আহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার মিজানুর রহমান জানান, সিগনেচার পয়েন্ট এর পাশে থাকা সারিবদ্ধ বড় বড় গাছের নিচে অবস্থান করছিলেন ওই দুই ব্যক্তি। ধারণা করা হচ্ছে মাটি নরম থাকায় গাছটি তাদের উপরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা ঘটার সাথে সাথে আমরা তাদের উদ্ধার করে গণসাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাই। পুরুষটির মাথা গুরুতর আঘাত লাগায় ও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র থেকে ঢাকা নিউরোসাইন্সে পাঠানো হয়। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি, এবং একই পরিবারের কিনা তাও জানা সম্ভব ড়য়নি।