আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় দৈনিক পত্রিকা “আজকের দর্পণের” প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার নবম বর্ষে পদার্পণ উপলক্ষে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় দৈনিক আজকের দর্পণের সাভার উপজেলা প্রতিনিধির উদ্যোগে, নানা আয়োজনের মাধ্যমে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার সকালে আশুলিয়া প্রেসক্লাব হল রুমে, আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় আশুলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান মিঠুর সভাপতিত্বে ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ফারুক হাসান তুহিন । এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান, মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি ফারুক হাসান তুহিন, দৈনিক আজকের দর্পণের আগামী দিনের সফলতা কামনা করে বলেন,  দৈনিক আজকের দর্পণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের পত্রিকা, পত্রিকাটি দীর্ঘদিন যাবত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং আগামীতেও সমাজ ও দেশের বিভিন্ন অসংগতি তুলে ধরে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান আলোচক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকাটি সম্মান ও সফলতার সাথে দীর্ঘ আটটি বছর পার করে নবম বর্ষে পদার্পণ করেছে। পত্রিকাটির প্রতিষ্ঠাতা একজন বাংলাদেশের খ্যাতনামা আইনজীবী ও বর্তমান বাংলাদেশ সরকারের সফল একজন  মাননীয় মন্ত্রী। তার প্রতিষ্ঠিত এই পত্রিকাটি দীর্ঘদিন ধরে দেশ ও জাতির কল্যাণে বোস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে, আমি এই পত্রিকাটির সফলতা ও উত্তরোত্তর উন্নতি কামনা করছি। তিনি আরো বলেন আমরা দেখেছি পত্রিকাটি সব সময় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। সামনের দিনগুলোতেও আমরা আশা রাখি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে।

এসময় আনন্দমুখর ও জমকালো এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার পরিদর্শক ( তদন্ত), জিয়াউল ইসলাম। ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, আব্দুল লতিফ মন্ডল। আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন। ধামসোনা ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আয়নাল হক মাদবর সহ সাভার আশুলিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আশুলিয়া থানার পরিদর্শক ( তদন্ত), জিয়াউল ইসলাম, তার বক্তব্য বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় মিডিয়ার ভূমিকা অপরিসীম। সত্য ঘটনাকে জাতি সামনে তুলে ধরে গঠনমূলক দিকনির্দেশনা দিয়ে থাকে সংবাদ মাধ্যম। আর সেই কাজটি করে যাচ্ছে জাতীয় দৈনিক পত্রিকা আজকের দর্পণ। দৈনিক আজকের দর্পণ পত্রিকার নবম বর্ষে পদার্পণ উপলক্ষে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরের পথ চলায় পত্রিকাটি আইন শৃঙ্খলা রক্ষায় দেশ ও জাতির উন্নয়নে, আরো ভূমিকা রাখবে।

এছাড়াও উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap