আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালবৈশাখী ঝড়ে পাঁচতলা ভবনের রেলিং পড়ে, রিক্সা চালকের মৃত্যু।

 সাভারঃ  প্রতিনিধি
    সাভারের আশুলিয়ায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন পাচ তলা ভবনের ছাদের রেলিং ধসে পড়ে সাব্বির হোসেন (২৪) নামে এক রিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট মৌসুমী মার্কেট এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য গিয়াস উদ্দিনের ৫তলা বাড়ির ছাদের রেলিং ধসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন শেরপুর সদর উপজেলার সামির উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার পশ্চিম ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালাতেন।
স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়ায় আশুলিয়ার দক্ষিণ গাজিরচট মৌসুমী মার্কেট এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য গিয়াস উদ্দিনের নির্মাণাধীন ৫তলা বাড়ির ছাদের রেলিং ধসে পড়ে। এসময় ভবনের সামনে দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় ধসে পড়া অংশ রিকশাচালক সাব্বিরের উপরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে নির্মাণাধীন বাড়ির মালিকসহ তার পরিবারে সব সদস্য পলাতক রয়েছেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, নিহত রিকশাচালকের মরদেহটি উদ্ধার করে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ভবনের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap