শামসুল হক বাবু,
বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা)’র আয়োজনে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় নারী অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিকরণ প্রকল্পের অধিনে সালিশ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ(মঙ্গলবার) ৬ আগস্ট সকালে ঢাকার সাভারে এদেশ সংস্থার সেমিনার কক্ষে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
বমসা’র প্রকল্প সমন্বয়কারী সুলতানা পারভীন এর সঞ্চালনায় বমসার সাধারণ সম্পাদক শেখ রোমানা স্বাগত বক্তব্য রাখেন। তিনি অভিবাসনের বর্তমান চিত্র, নারী অভিবাসনের বাধাসমুহ, অভিবাসী ও অভিবাসী পরিবারের সমস্যা সমাধানে করনীয়ও নারী অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
প্রশিক্ষন সম্পর্কিত ধারনাপত্র উপস্থাপন ও প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করেন বমসা’র পরিচালক অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন । অভিবাসী ও অভিবাসী পরিবারের সমস্যা ও বিরোধ নিরসনে সালিশের প্রযোজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। কিভাবে সালিশ করতে হবে,সালিশ পরিচালনার ধাপসমূহ কি,সালিশের কৌশল সমূহ ,সালিশের আইনগত ভিত্তি ও সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করা হয়।
এ প্রশিক্ষন কর্মশালায় বমসা’র গ্রিভেন্স ব্যবস্থাপনা কমিটির সদস্যও স্টাফগন অংশগ্রহন করেন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ও ফেরত নারী অভিবাসীগন উপস্থিত ছিলেন।