আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে পুলিশ ও বিএনপি সংঘর্ষে আহত-১০ আটক-২৯, ককটেল উদ্ধার

বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা)
ঢাকার সাভারে দোয়া ও মিলাদের অনুমতি না নেয়াকে কেন্দ্র করে যুবদল নেতা-কর্মীদের সাথে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
১৩  আগস্ট বুধবার বিকেল ৫:০০টার দিকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলমের বাড়ির সামনে এঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ককটেল ও দেশীয় অস্ত্র। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২৯ জন বিএনপি ও যুবদল কর্মীকে।
পুলিশ জানায়, বুধবার বিকেল ৫টার দিকে বিএনপির নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম অনুমতি ছাড়া নিজ বাসভবনে যুবদল নেতা-কর্মীদের জমায়েত করেন এবং মিলাদ মাহফিলের আয়োজন করেন। এ সময় নিয়মিত টহল পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে দেখে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপি ও যুবদল নেতা-কর্মীরা। এরপর দফায় দফায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ৩টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে লাঠি-সোঁটা নিয়ে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে যুবদল নেতা-কর্মীরা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, অনুমতি না নিয়ে সমাবেশ করায় টহল পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের উপর যুবদল নেতা-কর্মীরা আক্রমন করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পরে দেশীয় অস্ত্র ও ককটেলসহ ২৯ জনকে আটক করা হয়েছে। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম পলাতক আছে বলে জনান তিনি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap