আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও উন্নয়নে মতবিনিময় সভা

শামসুল হক বাবু, সাভার (ঢাকা)

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর উন্নয়নে স্থানীয় সরকারের অংশগ্রহণ নিশ্চিত করতে সাভার পৌরসভার মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পৌরসভা অডিটোরিয়ামে সাভার পৌরসভার সহযোগিতায় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সাভার পৌরসভার মেডিক্যাল অফিসার ডাঃ কাজী আয়েশা সিদ্দিকা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইমাম, সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জামান,সাভার পৌরসভার কাউন্সিলর হাজী মোঃ সেলিম মিয়া ও কাউন্সিলর মোঃ রমজান আহমদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক ইউডিপি’র ম্যানেজার মাফরুহা আলম। সভার উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন ব্র্যাক আঞ্চলিক সমন্বয়কারী তুহিন আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি সচেতনতার উপর গুরুত্ব দিয়ে বলেন, সবাই যদি সচেতন হয় এবং নারীর প্রতি ইতিবাচক মনোভাব পোষন করেন ও দৃষ্টিভক্তির পরিবর্তন করেন তাহলেই নারীর প্রতি সহিংসতা অনেকাংশে কমে যাবে। নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রয়োগ করতে মানুষকে সচেতন করার জন্য ব্র্যাক ইউডিপিকে সাভার পৌরসভায় আরো কাজ করার আহবান জানান তিনি।

ব্র্যাক ইউডিপি সাভারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্য বিয়ে রোধ ও নারীর উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে।
সাভার পৌরসভার মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সকল সদস্য এ সভায় উপস্থিত ছিলেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap